অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে নান্দাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নান্দাইল উপজেলা ছাত্রদল। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিএনপি বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী নেতৃত্বাধীন ছাত্রদলের নেতারা নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরে প্রধান সড়ক হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জানা গেছে, নান্দাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিকের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা রাকিব রায়হান, সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফয়সাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বাবু, নাজিমউদ্দিন ভূইয়া নাদিম, মাহবুব আলম রবিন, পৌর ছাত্রদলের ইমরান সরকার, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, পিয়াস হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। এ সময় আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার ফাঁসির দাবি জানান তারা।