কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্যয়ক আব্দুল্লা আল মামুন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অত্র ইউনিয়নের মাধাকলা বাজার, লাউতলি বাজার, গোবিন্দপুর চৌরাস্তা, বাকচান্দা বাজার, গাংগাটিয়া সহ বিভিন্ন বাজার ও গুরুত্বপুর্ণ পয়েন্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্ততা কামনা করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরানো সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনায় অংশ নেন ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয় মাহফুজ রানা, মানিক মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, কৃষক দলের সভাপতি আবদুর রউফ তালুকদার , সহ ছাত্র দলের নেতৃবৃন্দ গন । পরে উপস্থিত সকলের জন্য খাবার পরিবেশন করা হয় । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের উদ্দেশ্য বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয় আবদুল্লা আল মামুন, তিনি বলেন সৈরাচার হাসিনা সরকারের আমলে কেউ স্বাধীন ভাবে কথা বলতে পারিনি , আমাদের স্বাধীনতা কেরে নেওয়া হয়েছিল, আজ আমরা সবাই স্বাধীন , এসময় আরও বক্তব্য রাখেন যুবদল সভাপতি সোহেল রানা , তিনি বলেন দেশ নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন ও রোগ মুক্তির জন্য আমাদের এই আয়োজন । এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এবি এম জহীর উদ্দিন সোহেল, ও মানিক মিয়া প্রমূখ ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে।