কিশোরগঞ্জে সিনিয়র আইনজীবী এ.এ.এম হিলালীকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় ১৯ আগস্ট সোমবার দ্রুত বিচার আইনে আদালতে মামলা করা হয়েছে।
মামলা নং-১৪৫/২৪ (১৭ আগষ্ট ) শনিবার কিশোরগঞ্জের নেহালপার্কে একটি বিয়ে অনুষ্ঠানে মিমাংসা করতে গিয়ে সিনিয়র আইনজীবী এ.এ.এম.হিলালীর উপর এ বর্বরোচিত হামলা চালায়। এতে মারাত্মক আহত হন হিলালী।
মামলার আসামিরা হলো ছিদ্দিকুর রহমান, সোহানুর রহমান,অজয় রহমান, আরিফুর রহমান, শামীম রানা, এবিএম আসাদুল্লাহ ও ওসমানসহ ৩০/৩৫ জন অজ্ঞাত আসামি।
প্রত্যক্ষদর্শী ও মামলার কয়েকজন স্বাক্ষীরা জানান, ১৭ আগস্ট শনিবার বিকেলে মুন্না পাড়ার জেলখানা মোড়ের অদূরে হোসেনপুর রোডে নেহালপার্কে একটি অবৈধ বিবাহ সংবাদ দিয়ে সেখানে যাওয়ার জন্য মামলায় মানিত কতক স্বাক্ষী মোবাইল ফোনে অনুরোধ করলে সামাজিক দায়বদ্ধতার কারণে সেখানে তিনি যান এবং বৌভাত বিয়ের অনুষ্ঠানে এ পরিকল্পিত হামলার ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে সেনা সদস্যরা গঠনাস্থলে যান। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সকল আসামী পালিয়ে যায়।মামলার আরজিতে নেহাল পার্কে বিএনপি কর্মীদেরকে নিয়ে ভয়ভীতি এবং নাজেহাল করিয়া মিথ্যা মামলা দিবে বলে টাকা আদায় করার কথাও উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে দ্রুত বিচার ট্রাইবুনালে এ, এ,এম হিলালী বাদী হয়ে মামলা করলে আদালত কিশোরগঞ্জ মডেল থানাকে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করেন।