ছাত্র জনতা পার্টি
-----ইমাম হারুন।
ছাত্র জনতার আন্দোলন বিরোধী
জানিও তারা রাজাকারলীগ,
কখনো তোমরা ভুলে যেওনা
জানাতে তাদের নিন্দা ধিক।
স্বৈরাচার জাতিকে পরাধীন বানিয়ে
ভারতের করেছে দাসত্ব,
মুক্তিযোদ্ধ চেতনা বিসর্জন দিয়ে
জাতিকে করেছে আহত।
ষোলটি বছর ক্ষমতায় থেকে
দেশটাকে করেছে ফানা ফানা,
সবাই তা অবগত আছে
কারো নয় তা অজানা।
যারা ছাত্র জনতার প্রাণ নিয়েছে
রক্ত ঝড়িয়েছে রাজপথে,
ওরা যেন আর বসতে না পারে
বাংলাদেশের মসনদে।
গুম করেছে খুন করেছে
অনেককে করেছে দেশ ছাড়া,
ভারতকে দিয়েছে সুযোগ সুবিধা
ক্ষমতায় টিকতে তারা।
দেশের মাটিতে চাকরি করে
ছাব্বিশ লাখ ভারতীয়,
স্বদেশীরা কেন চাকরি পায় না
স্পষ্ট এখন অনুমেয়।
শাপলা চত্বর, পিলখানা, লগি বৈঠা
আমরা যায়নি ভুলে,
নামী দামি মানুষ মেরেছ
ষড়যন্ত্রের জাল ফেলে।
খ্যাতি মানুষকে দিয়েছ সাজা
বানিয়ে আয়না ঘর,
দেশের মানুষের দুর্দশা দেখে
কাঁপেনি তোমার অন্তর।
পাঁচ আগষ্ট ছব্বিশ সালে
দেখেছে বিশ্ব গণহত্যা,
তোমরা রক্ত পিপাসু নরঘাতক
কখনো ভুলবে না ছাত্র জনতা।
এমন কোনো অপরাধ নেই
যা তারা করেনি,
সাক্ষী তাদের শাসন আমল
জাতি তা ভুলে যায়নি।
দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা
ছাত্র জনতার আত্মদানে,
এই স্বাধীনতা ধরে রাখতে
আবু সাঈদ হয়ে ফিরবো রণে।
আমরা পেয়েছি ছব্বিশ সালে
অধিকার আদায়ের স্বাধীনতা,
জাতির আশা জাতির স্বপ্ন (ইনশাআল্লাহ)
পূরণ করবে ছাত্র জনতা।
=======