ময়মনসিংহে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এসময় ইউনিয়ন পরিষদে থাকা সচিব ও হিসাব সহকারী ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে বের হয়ে যান।
এমন ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া আত্নগোপন চলে যায়। জানা গেছে শেরপুর ইউনিয়নের বিএনপি নেতা আফজাল হোসেন খান প্রিন্স ও হাবিবুর রহমান হারেস মেম্বারের নেতৃত্বে বিএনপি ও সাধারণ জনগন চেয়ারম্যানের কক্ষে তালা ঝুঁলিয়ে দেন। পরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা পরিষদ চত্বরে।
বিএনপি নেতা হাবিবুর রহমান হারেস মেম্বার বলেন- বিগত সরকারের অধিনে যারা নির্বাচিত হয়েছে তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে। আমরা সাধারণ জনগন চেয়ারম্যানের পদত্যাগ চাই। পদত্যাগ করে ইউনিয়ন পরিষদ ছাড়তে হবে।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া কে একাধিকবার ফোন দেওয়া হয়। ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল বলেন- দুপুরের দিকে ইউনিয়ন সচিব ও হিসাব সহকারী আমার অফিসে এসেছিল। বিষয়টি শুনেছি। যদি ইউপি চেয়ারম্যান পলাতক থাকে তাহলে পরবর্তীতে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।