পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহরের হাজী লুৎফর রহমান সুপার মার্কেটে বিএনপি কার্যালয়ে পুলেরঘাট আঞ্চলিক বিএনপির উদ্যোগে সামাজিক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট রবিবার সন্ধ্যায় পুলেরঘাট আঞ্চলিক বি এন পি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিযয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে ও পাকুন্দিয়া উপজেলা বি এন পি সদস্য নুরুল বাশার অপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মুজিবুর রহমান, কিশোর গন্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক খুর্শিদ আলম,পুলেরঘাট আঞ্চলিক বিএনপি নেতা বোরহান মিয়া,মোঃ বিল্লাহ মিয়া,ফারুক মিয়া,বিল্লাহ,সুজন,শামছুল,হাদিউল ইসলাম প্রমুখ।সভার সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন সকলকে সামাজিক সম্প্রীতি বজায় আহ্বান জানান।পাশাপাশি ছাত্র- জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের দ্রুত বিচারের আওতায় এনে বিচারের দাবী জানান।