হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাশাপাশি বোনের কানের দুল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পুমদি ইউনিয়নের ভবের বাজার এলাকায়। এ ব্যাপার ভুক্তভোগী ওই মহিলা প্রতিকার চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, টান সিদলা গ্রামের গৃহবধূ মোছা. হাসনা আক্তারের পিতার বাড়ি দক্ষিন পুমদি গ্রামে। তার সহোদর দুই ভাই দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে চাষাবাদ করে আসছেন। তার ভাগের সম্পত্তি চাইতে গেলে তারা প্রায় সময়ই তাকে গালাগাল করে। শুধু তাই নয়৷ তার ভাই হযরত আলী গোপনে তার স্বামীর দেওয়া স্বর্ণের কানের দুল বিক্রি করে দেয়৷ চাইতে গেলে দিতে অস্বীকার করে।
এ ব্যাপারে অভিযুক্ত দুই ভাইয়ের সাথে ফোনে যোগাযোগের চেস্টা করা হলে তাদের পাওয়া যায় নি৷
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, অভিযোগ পেয়েছি৷ এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।