নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও প্রহসনের রায় বাতিলের দাবিতে নীলফামারীর ডিমলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭শে আগস্ট) সকালে ডিমলা উপজেলাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আবদুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, ইসলামীয়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক লিমন হোসেন প্রমুখ।
এসময় দলটির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এক এগারোর তত্বাবধায়ক সরকার ও আওয়ামীলীগ সরকার কর্তৃক একাধিক মিথ্যা মামলার অভিযোগে তিনি দেশের বাহিরে রয়েছেন।