কটিয়াদী( কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে মরহুম শামসুল হক জোয়ারদার ও মরহুমা বেগম নুরজাহানসহ মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীআঃ হেকিম কারিগরি কলেজ প্রতিষ্ঠাতা জালাল উদ্দীন মাস্টার এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সদরুল আমিন।
আরো আলোচনা পেশ করেন মাওলানা জসীম উদ্দীন মাওলানা মোমতাজ উদ্দিন, মাওলানা মোসলেহ উদ্দিন। পরিবারের পক্ষ থেকে আলোচনা পেশ করেন মুন্সী আঃ) হেকিম কারিগরি কলেজের প্রিন্সিপাল ফজলুল হক জোয়ারদার আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শামসুল হক ইসলামিয়া মডেল মাদ্রাসার মেধাবী ছাত্র আবু রায়হান। একটি মায়ের গান পরিবেশন করেন প্রেরণা শিল্পী গোষ্ঠীর পরিচালক কন্ঠ শিল্পী আরিফুল ইসলাম শরীফ।