কিশোরগঞ্জ প্রতিনিধি
ভৈরবে মেঘনায় নদী ভাঙ্গনে ১শ মিটার ভূমি, প্রায় ২০ টি কাঁচা ঘর, যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা নদী গর্ভে বিলিন হয়েছে। মেঘনা গ্রাস করেছে মেঘনা নদীর তীরে বাজারে প্রবেশের বাইপাস সড়কটি। ভাঙ্গন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে কয়েক হাজার বস্তা সারসহ বিএডিসি গোডাউন ও যমুনা অয়েল কোম্পানি।
জানা যায়, গতরাত আনুমানিক তিনটার দিকে ভাংঙ্গন শুরু হয়। এই সময় অনেকেই ঘুমে থাকায় কিছু বুঝে উঠার আগেই এক এক করে কাঁচা ঘর, যমুনা অয়েলের প্রতিরোধ দেত্তয়াল ও ইবাদত খানা ও পাইপ লাইন নদী গর্ভে বিলিন হয়। ভোর হত্তয়ার পর অনেকে তাদের ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ভাঙ্গনে ৫০ মিটার বাইপাস সড়ক ও নদী গর্ভে চলে যায়। অনেকেই অভিযোগ করেন নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙ্গন।