কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন সংসদ সদস্য ও তাঁর পুত্র মো. তৌফিকুল হাসান সাগরের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে পাকুন্দিয়া থানায় মামলা দুটি দায়ের করা হয়। নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শুক্রবার রাতে পাকুন্দিয়া থানায় পৃথক মামলায় তাদের আসামি করা হয়েছে। দুটি মামলায় সাবেক এমপি সোহরাব উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।শনিবার সন্ধ্যায় পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম) মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি জানান, অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা সৃষ্টির হুকুম মতে হত্যার উদ্দেশে আঘাত করে সাধারণ ও গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে পাকুন্দিয়া থানায় একই দিনে পৃথক মামলা হয়েছে। একটি মামলায় পাকুন্দিয়া বড়বাড়ীর মোস্তফা মিয়া বাদী হয়ে অন্য বাদী হয়েএজাহার দায়ের করেছেন।
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো. সোহরাব উদ্দিনকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৬০ জনকে আসামি করেছেন।
এদিকে সাবেক এমপি সোহরাব উদ্দিনকে এক নম্বর আসামি করে একই দিনে পৃথক অপর একটি মামলা হয়েছে। উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।শনিবার দুপুরে পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম) মামলারটি তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি আসাদুজ্জামান টিটু আরও বলেন, পৃথক মামলার একটিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ওপাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দকে আসামি করা হয়েছে।