কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী কিশোরগঞ্জ সদর দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে RAB গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুল থেকে তাকে গ্রেফতার করা হয় RAB-14 কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন
RAB জানায়, মামলার এজাহারে বর্ণিত ১৫ নম্বর আসামি মাজহারুল ইসলাম মাসুদসহ অন্যান্য আসামিরা গত ৪ আগস্ট বেলা ২টা থেকে ৪টায় কিশোরগঞ্জ শহরে রামদা, কিরিচ, বল্লম, রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে। মিছিলকারীরা জীবন রক্ষার্থে পার্শ্ববর্তী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় গিয়ে আশ্রয় নেয়।
আসামিরা পিছু ধাওয়া করে পেট্রোল দিয়ে বাসায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ভয়াবহতা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে জুলফিকার হোসাইন ও অঞ্জনা নামে দু’জন পুড়ে মারা যায়। এ ব্যাপারে মো. মতিউর রহমান বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।