নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুর ব্যবসা নিয়ে আধিপত্যবিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার উপজেলার কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় বালুর ব্যবসায় ব্যবহৃত বালুর ড্রেজারসহ দুই গ্রুপের প্রায় লক্ষাদিক টাকা লুটপাট করার অভিযোগ পাওয়া যায়।
এসময় এলাকাবাসী জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগে সরকারের পতনের পর কয়েকটা মহল ভাংচুর লুটপাট চাঁদাবাজি অগ্নিক সংযোগে ব্যস্ত হয়ে পড়ে, অত্যাচারিত হয় সাধারণ মানুষ। আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতাসীনরা বালুর ব্যবসার সম্রাজ্য গড়ে তোলেন এ বালুর ব্যবসা কে কেন্দ্র করে কয়েকদিন পর পর হামলা সংঘর্ষের ঘটনা ঘটে । এতে করে আতঙ্কে আছেন এলাকাবাসী সাধারণ মানুষ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, হামলাও সংঘর্ষের ঘটনা একটি অভিযোগ পেয়েছি সুস্থ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।