মোঃ একলাছ উদ্দীন স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের (প্লাটিনাম জয়ন্তী)৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে “বঙ্গবন্ধু প্রজন্মলীগ” কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন -কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আঃ ছাত্তার, লতিফাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব শরীফ আহমদ খাঁন,বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাম প্রভাষক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব জালাল উদ্দীন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক জনাব ইখলাছ উদ্দীন, যুগ্ম আহবায়ক জনাব মোঃ রমজান আলী,যুগ্ম আহবায়ক জনাব মোহাম্মদ রুবেল, শিশির হাসান বাবু , বঙ্গবন্ধু প্রজন্মলীগের করিমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক – আরমান, ইটনা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সামি, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কিশোরগঞ্জ সদর উপজেলার নেতা রানা ভূইয়া, বেলায়েত হোসেন,বৌলাই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবুল, জেলা কমিটির সদস্য জনাব জুয়েলখাঁ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।