কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে রক্তকমল মানবিক সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একজন হতদরিদ্র নারী আম্বিয়াকে ঘর উপহার দেওয়া হয়েছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে আম্বিয়া ও তার পরিবার পেয়েছে একটি নিরাপদ আশ্রয়স্থল,হয়েছে মাথা গোঁজার ঠাঁই।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঘর তৈরি শেষ হলে আম্বিয়া ও তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রক্তকমল মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব এবি,এম সিদ্দিক চঞ্চল , সহ-সভাপতি রাজন, সাধারণ সম্পাদক আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম, সহ-অর্থ সম্পাদক জিহাদ এবং স্বেচ্ছাসেবী রাব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ সফল করতে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রক্তকমল সংগঠনের এই ধরনের মানবিক কাজ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।