১২বছর আগে চির বিদায় গ্রহণ করা বিশ্ববরেণ্য সাংবাদিক আতাউস সামাদ ও সদ্য প্রয়াত প্রতিবাদী এবং নির্যাতিত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে কিশোরগঞ্জে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় ভোরের আলো সাহিত্য আসর কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে কিশোরগঞ্জের কৃতি সন্তান বিবিসিখ্যাত বিশ্ববরেণ্য সাংবাদিক আতাউস সামাদ ও সদ্য প্রয়াত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে আলোচনা ও দু'আ অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর।
আলোচনায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইসচেয়ারম্যান মোঃ রেজাউল হাবিব রেজা, দৈনিক আজকের দেশ পত্রিকার স্টাফ বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ ছিদ্দিক হোসাইন, কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শফিউল আলম।
জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আতাউস সামাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সহসভাপতি তথ্যসংগ্রাহক সাংবাদিক আমিনুল হক সাদী, সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্মসম্পাদক হাজী মোঃ আবু সাঈদ, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, করিমগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক সারোয়ার জাহান, সংস্থার সদস্য সাংবাদিক মোঃ জাহাঙ্গীর শাহ বাদশাহ, সাংবাদিক মোঃ মনির হোসেন, বিভিন্ন সোস্যাল সংগঠনের সংগঠক মোঃ লুৎফুল কবীর, চিন্তক অনুজ কুমার দেবনাথ, শুভার্থী দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া প্রমুখ।
আলোচনা শেষে সাংবাদিক আতাউস সামাদ ও রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।