কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ফাঁস দেওয়া মিজানুর রহমান শাহীন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে এ মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের তৈয়ব উদ্দীনের একমাত্র ছেলে সে। জানা যায়, কটিয়াদী পৌরসভা কটিয়াদী পশ্চিম পাড়ায় ২য় স্ত্রী ঝর্না আক্তার কে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
এ ঘটনায় জড়িত সন্দেহে ২য় স্ত্রী ঝর্ণা আক্তারকে (২৭)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
ঘুমের ঔষধ খাইয়ে পরিকল্পিতভাবে ২য় স্ত্রী তাকে হত্যা করেছে বলে ১ম স্ত্রী সুলতানা রাজিয়া (২৭) ও নিহতের পিতা মাতার দাবি।
মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।