বর্ষণমুখর আষাঢ়
-----------------
মোঃ সোহেল মিয়া কিশোরগঞ্জ।
অবশেষে আষাঢ়ের বর্ষণে
ধুয়ে গেছে যত ধূলো বালি।
গাছের পাতায় সবুজ রঙের ছোঁয়া
প্রশান্তির সুবাতাস বইছে ধরণীতলে।
অবশেষে আষাঢ়ের বর্ষণে
জীব কূলে নেমেছে কিছুটা স্বস্তি।
ঝিলের নব-জলে কলমিলতা ভাসে
ফসলের মাঠে ফিরেছে বেশ সজীবতা।
অবশেষে আষাঢ়ের বর্ষণে
প্রকৃতি সেজেছে যেন নবরূপে।
ক্ষণে ক্ষণে রূপ বদলায় নীলাকাশ
রঙধনু খেলে মেঘের কোলে,
কদমের ডালে ডালে নবকলিকা।
অবশেষে আষাঢ়ের বর্ষণে
গোলাপের সুগন্ধি সুশোভিত হয়ে,
নুপুরের ধ্বনি বাজে মনের আঙিনায়
ক্লান্তি ঘুচে আষাঢ়ের বৃষ্টি ধারায়।