হাবিব উল্লাহ বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।এসময় আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মনোহরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন,
মনোহরদী পৌর মেয়র মোঃ আমিনুর রশিদ সুজন, মারুফ দস্তগীর সহকারী কমিশনার ( ভূমি) মনোহরদী। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পরাভীন , মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।