কিশোরগঞ্জে রাজধানী টেলিভিশনের ৩য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১লা ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কদমতলা কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক প্রেস ক্লাব কার্যালয় সংলগ্ন মাঠে রাজধানী টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও নিউজ ২১ টেলিভিশনের কটিয়াদী উপজেলা প্রতিনিধি মোঃ মোফাসসেল সরকার ও সিএনএন বাংলা টেলিভিশনের কটিয়াদী উপজেলা প্রতিনিধি জজ মিয়ার সঞ্চালনায় রাজধানী টেলিভিশনের ৩য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ(RPC),আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি,এস আই সাইদুল ইসলাম, মোঃ কাইয়ুম হাসান(ভোরের আওয়াজ), এমএ হালিম(গাজী টেলিভিশন), মহিউদ্দিন লিটন (যায় যায় দিন), তাজুল ইসলাম বাদল, দৈনিক যায়যায়দিন মনোহরদী উপজেলা প্রতিনিধি, সেলিম রহমান (একুশে নিউজ),আচমিতা ইউপির সদস্য শামসুজ্জামান শোয়েব প্রমুখ।এসময় বক্তারা রাজধানী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।