মিজানুর রহমান কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ বাজিতপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুই যুবক।
উপজেলার পৈলেনপুর মরাখলা গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইয়াসিন হাসান (১৮)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উত্তরখান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলেন, একই গ্রামের আকবর আলীর ছেলে সিফাত (১৮) ও মাসুদ মিয়ার ছেলে সানজিদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার অফিসার ইন চাজ (ওসি) মুর্শেদ জামান। ওসি জানান, ওই তিন যুবক শুক্রবার ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থেকে মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরের দিকে আসছিলেন।
বাজিতপুরের সীমানায় পৌঁছানোর সময় পৈলেনপুর মরাখলা এলাকায় অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, হতাহতদের সঙ্গে আরও চার থেকে পাঁচটি মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক একই এলাকা থেকে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁরার কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ঘুরতে এসেছিলেন।