গত ০৪/১২/২০২৪ ইং অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 'রাতে চোরাই রড, হোটেল ব্যবসায়ী দিনে সাংবাদিক, পুলিশ সুপারের লোক এভাবেই কোটিপতি' শিরোনামে একটি নিউজ প্রচার করা হয়, যা মিথ্যা এবং ভিত্তিহীন। আমি উক্ত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমার হোটেল ব্যবসার পাশাপাশি ক্ষুদ্র পরিসরে 'হাজারী ট্রেডার্স' নামে রড- সিমেন্টের ব্যবসা রয়েছে যার সরকারী অনুমোদিত ট্রেড লাইসেন্স নং- ২৪১৯১৩১৫২১৯০০০৭৬৪, এবং আমার ব্যক্তিগত টিন নং- ১৪২২২৪৪৪৬৫৯৯। আমার ব্যবসা প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপু ইউনিয়নের ছুপুয়া নামক স্থানে (পাম্পের দক্ষিণ পাশে) অবস্থিত। এছাড়া আমার আর কোথাও কোনো ধরনের ব্যবসা নেই। কিন্তু ওই সংবাদে উল্লেখ করা হয়েছে চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তা, জগন্নাথ দিঘীর পাড়, নানকরা রাস্তায়, বাতিসা দিঘীর পাড়, জোড়কানন সহ বিভিন্ন স্পটে আমার নেতৃত্বে চোরাই মাল নামানো হয় কিন্তু বাস্তবে আমি আমার প্রতিষ্ঠান (চুপুয়া) ছাড়া আর কোথাও কখনো যাইনি এবং আমার এই ধরনের কোন ব্যবসাও নাই, তাউ উল্লেখিত তথ্য মিথ্যা-বানোয়াট। আমার বড় ভাই মো আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা এবং জ্বালানি তৈলের ব্যবসায় জড়িত রয়েছেন যার ট্রেড লাইসেন্স নং- ২৪১৯১৩১৫২১৯০০০৭০১ এবং টিন নং-৫১২৮৯৫৮৭৭৪৬৯, এবং বর্তমানে যে হোটেলটির কথা বলা হচ্ছে সেটি ০১/০১/২০২৪ ইং হোটেলের মালিক থেকে ভাড়া হিসেবে নেওয়া হয়েছে। অথচ এই মিথ্যা সংবাদে বলা হচ্ছে ৩ বছর ধরে ওইখানে ব্যবসা করে আসছি। মেজো ভাই আবদুল কাদের দীর্ঘ ১৫ বছর ধরে 'জিলানী ব্রাদার্স' নামে চট্টগ্রামে ব্যবসা করে আসছেন, যার ট্রেড লাইসেন্স নং- TRAD/CHTG/010174/2021 এবং টেক্স নং- ৬৬৩৬৬৩৪০১৬০৪/সার্কেল ৩৮। সেজো ভাই কুমিল্লা ফৌজদারি আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। আমরা চার ভাইয়ের দীর্ঘদিনের ক্ষুদ্র-ক্ষুদ্র সঞ্চয়ে আমরা এ বছর আমাদের বাড়ীতে ঘরের কাজ শুরু করি যা এখনো চলমান। বাড়ী ব্যতীত আমাদের আর কোনো সম্পদ নেই অথচ বানোয়াট সংবাদে বলা হচ্ছে আমরা কানি কানি জমি ক্রয় করেছি, যার কোনো সঠিক তথ্য প্রমান নেই। প্রকৃতপক্ষে আমাদের পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এই মিথ্যা, বানোয়াট, মনগড়া, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক সংবাদগুলো আমার এবং আমার পরিবারের সম্মানহানির কারণ হয়ে দাড়িয়েছে। এধরণের কোনো ঘটনার সাথে আমি অথবা আমার পরিবারের কেউ জড়িত নয় এবং কখনো ছিলামও না। এই মিথ্যা এবং মনগড়া সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
মো: সাদ্দাম হোসেন প্রোপ্রাইটর: হাজারী ট্রেডার্স