কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় পাকুন্দিয়া সরকারি কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকার, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন , এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা,ডাঃ নূরে আলম পল্লী বিদ্যুৎ এজি এম শহিদুল্লাহ পাকুন্দিয়া, মুক্তিযোদ্ধা পক্ষে বীর মুক্তিযোদ্ধা বজলুল হক,সালাহ উদ্দিন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব, পাকুন্দিয়া উপজেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রাঙ্গণ কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুষ্ঠিত হয়। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্ভোধন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের লোকজন, শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।