আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ ১৫ মাস ধরে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে লড়াই করে এখনো যারা গাজায় টিকে আছেন, তারা ত্রাণের অভাবে নিদারুণ কষ্টে আছেন।
শীতবস্ত্র না থাকায় গত ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত গত ৬ দিনে ফিলিস্তিনি সাত শিশু মারা গেছে। খবর আল-জাজিরা ও তাসের।
আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে, গাজায় কাজ করা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। তারা বলেছে, গাজা ছিটমহলের প্রায় ১০ লাখ ফিলিস্তিনি প্রচণ্ড শীতের মধ্যে ঠাণ্ডার বিরুদ্ধে কোনো অর্থবহ সুরক্ষা পায়নি।
ইসরায়েল ও হামাস আন্দোলনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ঠাণ্ডায় অন্তত সাত ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিওএ) কাজ করছে, তবে চাহিদার তুলনায় অনেক কম সহায়তা পাচ্ছেন শরণার্থীরা।
এর আগে, ইউএনআরডব্লিউএ কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ঠাণ্ডা এবং মানবিক সহায়তা সরবরাহ হ্রাসের কারণে ছিটমহলের একটি সংকটজনক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছিলেন।