মোঃ হারুন অর রশিদ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী ভূইয়া অমৃত,মুমুরদিয়া ইউনিয়ন,ডাকঘর ইউনিয়ন পরিষদ,গ্রাম.লেংন্ডা উমেদপুর ৮ নম্বর ওয়ার্ড, মেজো ছেলে মনিরুল হাসান রানা, তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, এবং ডায়বেটিস,হার্টের সমস্যা, দুটো চোখে সমস্যা,একমাস যাবত ঢাকা বারডেন জেনারেল হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে , দীর্ঘ দুই বছর যাবত অসুস্থ, ইন্ডিয়াতে দুই দুইবার চিকিৎসা করতে, অর্থনৈতিক দুর্বল হয়ে যাওয়া, সকলের সহযোগিতা চাচ্ছে।
, উনার সহধর্মিনী স্ত্রী, রুবি আক্তার উনার একটি কিডনি দিয়ে উনার স্বামী কে বাঁচাতে চান, কিন্তু কিডনি লাগাতে অনেক টাকার প্রয়োজন।
ভালো এবং উচ্চ বংশের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন কিন্তু, আজ অর্থনৈতিক দুর্বল এর কারণে সকলের সহযোগিতা চেয়েছে। আসুন আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, পরিচিতি মানুষকে কত কিছুই শিখায়, দেশে এবং প্রবাসে যদি কেউ সহযোগিতা করতে চান পার্সোনাল নাম্বার, বিকাশ, নগদ 01725518102