আবু হানিফ পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেরদী রতন গং দখলে থাকা ৩১,৫০শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বুরুদিয়া ইউনিয়ন মেরদী এলাকায় কাগরচর মৌজা উদ্ধার অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মামুন সরকার। অভিযানে সাড়ে৩১ শতাংশ জমি উদ্ধার করা হয়। অভিযুক্ত মো: বিবাদী: রতন মিয়া, পিং মৃত আ: জব্বার ২ । আলী আহাম্মদ টুকুরী পিং মৃত আ: রহমান ৩ । আব্দুল্লাহ র্পি মৃত আ: জব্বার ৪) মোছা: রুপার মা পতি মৃত রহিম উদ্দিন ৫) মাইন উদ্দিন ৬) আ: বাতেন ৭) আইন উদ্দিন সর্ব পিতা রহিম উদ্দিন সর্ব সাং মিরদী, পো: মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
জানা যায়, ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েকবছর আগে রতনগং একই এলাকায় হাসান শাহরিয়ার সাদ্দামের সম্পত্তি দখল করে ধান জমি রোপণ করে ও পান ক্ষেত করেন । এ ব্যাপারে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেও কোন কাজ হয়নি। পরবর্তীতে হাসান শাহরিয়ার সাদ্দাম ৪১/১৪ সালে আদালতের আশ্রয় নিয়ে বাঁটোয়ারা মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ১৯,১১,২৩ জেলা জজ আদালতের সহকারি জজ ইসমাইল হোসেন হাসান শাহরিয়ার সাদ্দাম পক্ষে রায় ঘোষণা করেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মামুন সরকার। পাকুন্দিয়া থানার পুলিশ ফোর্স উপস্থিত থেকেরায় কার্যকর করেন