মোঃ সাইদুর রহমান আপন,শেরপুর সংবাদদাতা
বারো পেরিয়ে তেরোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সীমান্ত ঘেষা পর্যটন কেন্দ্র গজনী অবকাশে র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ।
এসময় শেরপুর প্রেসক্লাব এর একাংশের সভাপতি দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি ও স্থানীয় দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আছাদুজ্জামান মুরাদ,
সহ সাংগঠনিক সম্পাদক ও এনটিভির অনলাইন মিডিয়ার সদ্য নিয়োগ প্রাপ্ত প্রতিনিধি মনিরুজ্জামান মনির, কার্য নির্বাহী সদস্য জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জিএইচ হান্নান, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর তালুকদার, দৈনিক যায়যায়দিন পত্রিকার নকলা সংবাদদাতা শফিউল আলম লাভলু, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি ফজলুল করিম, দৈনিক ঢাকার জেলা প্রতিনিধি এইচ এম নোমান, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি মেহেদী হাসান শামীম, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি সোহানুর রহমান, দৈনিক বিকেল বেলার জেলা প্রতিনিধি রোমান , দৈনিক জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি সাজিদ হাসান, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক বিজনেস ফাইল এর বিশেষ প্রতিনিধি (ক্রাইম) ও বিএমএফ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান আপন প্রমুখ।
এ সময় বক্তারা এশিয়ান টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের ইতিবাচক দিক তুলে ধরেন এবং আগামীদিনে এশিয়ান টেলিভিশনের সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।