স্টাফ রিপোর্টার:
যে হাতে অন্যয়ের বিরুদ্ধে সত্যের পক্ষে কলম লিখেন, অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন আবার সেই হাতেই তিনি তৈরি করেন নানান প্রকার প্রসাধনী।
কুমিল্লার কৃতি সন্তান সংগঠক নির্ভীক কলামিষ্ট চৌকোষ অনুসন্ধানী প্রতিবেদক মো: রাসেল সরকারের রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫ইং ৩৯তম শুভ জন্মদিনে সর্বমহলের শুভেচ্ছা ও দোয়া কামনা।
১৯৮৬ সালের ০২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা দেবীদ্বার থানা ইউসুফপুর দক্ষিণ পাড়া সরকার বাড়ির এক স্বনামধন্য মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, পিতা: মৃত আব্দুল রহিম সরকার, মাতা: আবেদা খাতুন তিনি পাঁচ ভাই বোনের মধ্যে সবার বড় তিনি।
সাংবাদিক রাসেল সরকার বলেন, কুমিল্লায় জন্মগ্রহণ করলেও আমার শৈশব জীবন থেকেই বেড়ে ওঠা রাজধানীর মুগদা মানিকনগর। শৈশব থেকেই আমার স্বপ্ন ছিল দেশ ও জাতির কল্যাণে অংশগ্রহণ করব, অতঃপর শিক্ষা জীবন শেষ করে ২০০৭ সালে সাপ্তাহিক দুর্নীতি সন্ধানে, দৈনিক আজাদী পত্রিকার (ক্রাইম) রিপোর্টার হিসেবে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় আমার প্রিয় পেশা সাংবাদিকতা।
স্বৈরাচার শেখ হাসিনার সরকার শাসনামলে সাংবাদিকদের জন্য ছিল একটি কঠিন সময়। হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধী দল ও সাংবাদিকদের ওপর তার রক্ষী বাহিনী দিয়ে চালিয়েছে মামলা হামলা ঘুম নির্যাতন হত্যা সহ নির্মম অত্যাচার। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে চেপে ধরে রেখেছিলো দেশের গণতন্ত্র ও সাংবাদিকদের মুখ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছি হামলা মামলা জেল জুলুম এবং নির্যাতনের শিকার। জুলাই আগস্ট এর ছাত্রজনতার রক্তের বিনিময়ে ও সংবাদকর্মীদের নিরপেক্ষ ও স্বাধীন ভূমিকায় পেয়েছি আমরা নতুন একটি বাংলাদেশ। সেই কঠিন সময় পাড়ি দিয়ে নতুন বাংলাদেশে পরিবারের সবাই কে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ কৃপায় সহযোদ্ধাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ্ সুন্দরভাবে জীবনযাপন করছি।
তিনি আরও বলেন, আজ আমার জীবন থেকে ৩৮টি বছর বিদায় নিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেনো আমার পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমার জন্মদিন উপলক্ষে আত্মীয়-স্বজন প্রিয় বন্ধু বান্ধব ও সহযোদ্ধারা ও ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সহ সোশ্যাল মিডিয়া
যার শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বর্তমান কর্মস্থল: জনপ্রিয় প্রিন্ট মিডিয়া দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় স্টাফ রিপোর্টার (ক্রাইম), জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও আন্তর্জাতিক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো: রাসেল সরকারের প্রতিষ্ঠিত সাংবাদিকদের কল্যাণমুখী ন্যায্য অধিকার আদায়ের সাংবাদিক সংগঠন মুগদা রিপোর্টার্স ইউনিটি, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য চাই” এবং দৈনিক দিগন্ত প্রতিদিন ও দৈনিক কালের সময় পত্রিকার সম্পাদনায় আছেন তিনি।
তিনি ২০০৭ সালে সাপ্তাহিক দুর্নীতি সন্ধানে, দৈনিক আজাদী পত্রিকার (ক্রাইম) রিপোর্টার হিসেবে যোগদান করেন। এবং পরিশেষে দৈনিক মুক্ত খবর, দৈনিক ঘোষণা, দৈনিক আজাদী, দৈনিক স্বাধীন সংবাদ, দৈনিক হক ইনসাফ, ইংরেজি পত্রিকা The Daily Turban, The New nation, দৈনিক সবুজ বাংলাদেশ, সাপ্তাহিক তথ্য বাণী, সাপ্তাহিক বিবেক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সু’দক্ষতার সহিত কাজ করেন। বাংলাদেশের প্রথম সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর কমিটির দুই দুই বার দক্ষতার সহিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্বে আছেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগকে নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও অনুসন্ধানী সাংবাদিকতায় চ্যালেঞ্জ ভিত্তিক প্রশিক্ষণ-২০১৬-২০২০ ইং কর্মশালায় একজন দক্ষ অনুসন্ধানী প্রতিবেদক ও সুদক্ষ ফটো সাংবাদিক হিসেবে দুই’টি সার্টিফিকেট এবং বিশেষ পদক অর্জন করেন। এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে বিভিন্ন পদক লাভ করেন।
মো: রাসেল সরকারের ৩৯ তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জানান তার পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী, শুভানুধ্যায়ীসহ সাংবাদিক ও উদ্যোক্তা মহল। আগামী দিনে তার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আশির্বাদ ও দোয়া কামনা করেন।