আবু হানিফ পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ভাঙচুর করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুরাতন কোর্ট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপন করা ম্যুরালটি ভাঙচুর করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জলের নেতৃত্বে ম্যুরালটি ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
এ সময় জেলা ছাত্রদলের সদস্য এরশাদ মিয়া, পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন সাগর, পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ও সদস্যসচিব আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ বলেন, ‘এই প্রতীকগুলো নিপীড়ন-নির্যাতন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করেছে। তাই এই স্বৈরাচারের প্রতীক ভেঙে দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের সঙ্গে স্বৈরাচারী আচরণ না করে।