নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংগীতের মধ্য দিয়ে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্ভোদন করা হয়। বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন, ব্যানার আর শিক্ষক-শিক্ষার্থীদের পরনে নির্দিষ্ট ‘স্পোটর্স ড্রেসে’ মাঠ প্রাঙ্গন হয়ে উঠে বর্ণিল ও জমজমাট। অনুষ্ঠানে মশাল প্রজ্জলন করেন জাতীয় ক্রীড়াবিদ জনাব মোঃ নূরুল ইসলাম। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জনাব কাজী নাহিদ ইভা, উপজেলা নির্বাহী অফিসার, হোসেনপুর, কিশোরগঞ্জ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামছুন নাহার মাকছুদা, জেলা শিক্ষা অফিসার, কিশোরগঞ্জ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোসলেহ উদ্দিন থান, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এ এস এম জহির রায়হান, হোসেনপুর সরকারী কলেজের অধ্যক্ষ জনাব আব্দুছ ছালাম, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি জনাব এ,কে,এম, শফিকুল হক, আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শওকত হোসেন, হোসেনপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ,কে, এম, মিজানুল হক, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, বিএমইউজের সভাপতি এস,কে শাহীন নবাবসহ অভিভাবকবৃন্দ, পেশাজিবি, রাজনৈতিক নেতৃত্ব ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।