লিবিয়ার মন্ত্রিসভা বিষয়ক মন্ত্রী আদেল জুমা বুধবার রাজধানী ত্রিপোলিতে এক হত্যাচেষ্টায় আহত হয়েছেন। দেশটির জাতীয় ঐক্য সরকার (জিএনইউ) এ তথ্য জানিয়েছে।
জুমার পায়ে গুলি করা হয়েছে বলে জানা গেছে। ত্রিপোলিতে অবস্থিত জাতিসংঘ সমর্থিত জিএনইউ এই আক্রমণের নিন্দা জানিয়ে বলেছে, অজ্ঞাতপরিচয় হামলাকারী জুমার গাড়িতে গুলি চালানোর পর তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।
তারা আরো বলেছে, অভিযুক্তদের ধরতে একটি তদন্ত শুরু করা হয়েছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
জুমা ২০২১ সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবার দপ্তর ও অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে দবেইবার অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
২০১১ সালের ন্যাটো সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর লিবিয়া পুনর্গঠন প্রক্রিয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছে।
দেশটি এখনো পশ্চিমে দবেইবার নেতৃত্বাধীন জিএনইউ ও পূর্বে সামরিক নেতা খলিফা হাফতার সমর্থিত প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে বিভক্ত।
এর আগে গত বছরের এপ্রিলে ত্রিপোলিতে দবেইবার ভাগ্নে ও উপদেষ্টা ইব্রাহিম দবেইবার বাড়ি ও অফিসে আক্রমণ হয়। তবে কেউ হতাহত হয়নি। তার আগে ২০২১ সালে তৎকালীন জাতীয় ঐক্য সরকারের (জিএনএ) স্বরাষ্ট্রমন্ত্রী ফাথি বাশাঘাও ত্রিপোলি মহাসড়কে এক হত্যাচেষ্টায় বেঁচে যান।