মোঃ সুমন মিয়া
পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে সুনামধন্য পুলেরঘাট আফটার স্কুল মাকতাব* একটি ব্যতিক্রমধর্মী কুরআন শরীফ ছবক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে কিন্ডারগার্ডেন, প্রাইমারি স্কুল, হাই স্কুলের শিক্ষার্থীদের কুরআন সবক প্রদান করা হয়।
পুলেরঘাট আফটার স্কুল মাকতাব সবক অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ হাফেজ মাওঃআবুল ফারুক নাসিম সাহেব (দাঃবাঃ) মুহতামিম চুপিনগর দারুল আরকাম মাদ্রাসা। সঞ্চালনায়ঃ মাওঃআব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা পরিচালক , আল হিকমাহ মডেল কওমি মাদ্রাসা ঘাগড়া। উক্ত সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ মাওঃআখতার হুসাইন সাহেব( দাঃবাঃ) খতিব,পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ। *মাওঃআব্দুল কাদীর সাহেব (দাঃবাঃ) ইমাম,পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ। মাওঃহাবিবুল্লাহ সাহেব, শিক্ষক , পুলেরঘাট আফটার স্কুল মাকতাব।
মোঃসুমন মিয়া (সাংবাদিক)সভাপতি পুলেরঘাট সমাজসেবা ফাউন্ডেশন।এবং অন্যান্য শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যে ৬ জন শিক্ষার্থী কুরআন কারীমের সবক গ্রহণ করেন( ১) খাদিজা আক্তার (২)শাহাদাত হোসেন নাবিল (৩)হাসান আহমেদ তনয়(৪)আব্দুল্লাহ আল শান (৫) তোফাজ্জল হোসেন জয় (৬)সামিউল ইসলাম।
পরিশেষে মাওলানা আবুল ফারুক নাসিম সাহেব কুরআনের সবক প্রদান করেন এবং বার্ষিক পরীক্ষার ক্রেস্ট কোরআন শরীফ হাতে তুলে দেন মাওলানা আব্দুল কাদির সাহেব।মহান আল্লাহ এ প্রতিষ্ঠানকে কবুল করুন আমীন