আফসার উদ্দিন, নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ২০ ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় কিশোরগঞ্জ সদর বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ঢাকা বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. মো.আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বেসিক কার্যালয়ের সহকারি মহা ব্যবস্থাপক মো. আছাদুজ্জামান আল ফারুক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খোদেজা আক্তার, সম্প্রসারণ কর্মকর্তা ও দয়াময় বিশ্বাস
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা প্রমুখ।
কর্তৃপক্ষ জানান ৫ দিন ব্যাপী ৪র্থ তম ব্যাচ এর প্রশিক্ষণ শেষ হয়েছে । আনুষ্টানিক ভাবে ২৫ জন উদ্যোগক্তার হাতে সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ । আশা রাখি এই প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে এক সময় বড় উদ্যোক্তা হয়ে উঠবে বলে আমি মনে করি।