আফজালুর রহমান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি:
হোসেনপুরে অটোরিকশা চালকের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছ । মানববন্ধন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। শনিবার সকাল ১১ টায় গোবিন্দপুর- কিশোরগঞ্জ সড়কে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকিরের সঞ্চালনায় চালকের শাস্তির দাবীতে ওই এসময় বক্তব্য রাখেন; জনদুর্ভোগ নিরশনে নাগরিক কমিটির সভাপতি বাসদ ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া, প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীতি প্রমুখ।
বক্তারা এ সময় বলেন; গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ১২ টায় বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে অটোরিক্সা বেপরোয়া গতির কারণে শিক্ষার্থী সায়মা আক্তার নোহার মৃত্যু হয় বলে দাবী রাখেন। কেননা বেপরোয়া গতির অটোরিকশা চাপায় নোহা মনির মাথার মস্তিষ্ক বের হয়ে আসে। যেকারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রকম মৃত্যু যেন ভবিষ্যতে আরও না হয় সে জন্য এর শাস্তি হওয়া উচিত।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান; আইনি পদক্ষেপ নিতে পরিবারের পক্ষ থেকে কেহ মামলা দায়ের না করায় চালককে শাস্তির আওতায় আনা জটিল। তবে বিদ্যালয়ের সামনে উপজেলা প্রকৌশলীকে বলে স্প্রিড বেকারের ব্যবস্থার প্রক্রিয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বস্ত করেন।