এম এ আকবর খন্দকারঃ
পুমদী ইউনিয়নে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "এক দেশ এক রেট, বাঁচবে কৃষক বাঁচবে দেশ" এ শ্লোগানে গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে দক্ষিন চরপুমদী দ্বীন ইসলাম'র বাড়িতে এ সভা হয়েছে। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় পুমদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটি গঠন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা কমিটির আহবায়ক এম এ আকবর খন্দকার। ইউনিয়ন কমিটির আহবায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আলীমুল শাহান, জেলা কমিটির সদস্য সচিব এখলাছ উদ্দিন । অরাজনৈতিক সংগঠনের এ সভায় ৮ নং ওয়ার্ডের প্রত্যকটি গ্রামের কৃষান-কৃষানিরা উপস্হিত ছিলেন। আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে জাহাঙ্গীর আলম সভাপতি, মুশফিকুর রহমান পারভেজ সাধারণ সম্পাদক ও মুফাচ্ছেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যর অপূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়। উল্লেখ্য কমিটি গঠনে অন-লাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহা-সচিব সুলতান হোসাইন।