মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোটার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহিদ সেনা দিবস -২০২৫ ও স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে উপজেলা সদরে পৃথক দুইটি র্যালী শেষে প্রশাসনিক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহিদ সেনাদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভায় জনমুখী স্থানীয় সরকার গড়ে তোলা, সেবার মান উন্নত করা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও সুধীজন উপস্থিত ছিলেন।