মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের এস আই মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৫শে ফেব্রুয়ারি) মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য নানান আয়োজনে অত্র স্কুল প্রাঙ্গনে প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিআই কমিটির সভাপতি ও কিশোরগন্জ সদর উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সদস্য সচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম আনোয়ার, সদস্য জিল্লুর রহমান মাস্টার, পল্লী চিকিৎসক হুমায়ুন কবির, বিশিস্ট ব্যবসায়ী সাইফুল আলম পল্টন প্রমুখ।
এছাড়াও অত্র স্কুলের অভিভাবক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।