মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান বাপ্পীর হাতে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের এক নারী ইউপি সদস্য। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন মোছা: গুলনাহার।
[video width="720" height="400" mp4="https://www.alokitoshomachar.com/wp-content/uploads/2025/02/VID-20250227-WA0010.mp4"][/video]
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত কয়েক মাস আগে একই এলাকার সৌরভ হোসেন শুক্কুর গুলনাহারের কাছে সাড়ে তিন লাখ টাকা ধার নেই। ধারের সেই টাকা চাইতে গেলে ছাত্রলীগ নেতা বাপ্পী টাকা দিবে না বলে বাঁধা দেয়। পরবর্তীতে টাকা চাইতে গেলে খুন গুমের হুমকি দিয়ে চাঁদা দাবী করে। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সদস্যদের নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আসছে। এমতাবস্থায় ৬ই ফেব্রুয়ারি দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয় এবং পাওনা টাকা চাইতে যাওয়ার জন্য নিষেধ করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।