স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে জুবায়ের ইসলাম ও হায়দার মিয়া নামে দুই যুবককে ছাগল চুরির অপরাধে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করলো স্থানীয় জনতা। রোববার (২রা মার্চ) বিকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানাগেছে, কালিয়াপাড়া বাজার এলাকার এক নিরীহ কৃষকের একটি ছাগল চুরি করে ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ওই চুরির বিষয়টি টের পেয়ে তাদেরকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দেয়। নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক এসআই সালাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের গোলাপ মিয়ার পুত্র হায়দার মিয়া (২০) ও পাশর্^বর্তী কেন্দুয়া উপজেলার আ: খালেকের পুত্র জুবায়ের ইসলাম (২০) আটক করে থানায় নিয়ে আসেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা ও বাদীর সুপারিশের প্রেক্ষিতে লিখিতভাবে চোরাই ছাগলটি ফিরত দেওয়া হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মো: শাহজাহান ফকির
নান্দাইল, ময়মনসিংহ।
০২-০৩-২০২৫ইং
০১৯৪৪৪২৪০১০