সাহারিয়া, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকার কানাবাড়ি থেকে ফেন্সিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২মার্চ রবিবার দিবাগত রাতে র্যাব-১ এর সদস্যরা তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে ৫০বোতল ফেন্সিডিল ও ১০বোতল বাংলা মদসহ মাদক ব্যবসায়ী অপু দাসকে(২৫) গ্রেফতার করা হয়েছে। সে পিতলগঞ্জ মনিপাড়া গ্রামের নারায়ণ দাসের ছেলে।
এছাড়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার কানাবাড়ি থেকে মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদকে(২২) ১৬পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবায়াসীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।