নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শহিদুল আলম এবং বিএনপি সমর্থিত প্যানেল থেকে পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষে বুধবার (৫ মার্চ) রাত ১১.৩০ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন।
বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ৬০৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৩৭ জন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি মো. শহিদুল আলম, সহ-সভাপতি আব্দুর রাশিদ ভূঞা, বিনাপ্রতিদ্বন্ধীতায় সদস্য পদে কফিল উদ্দিন, মো: সারোয়ার জাহান সানি ও মোঃ সোহাগ মিয়া।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি মোঃ মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরী সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ.এম ছাজ্জাদুল হক, অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক, বিনাপ্রতিদ্বন্ধীতায় সদস্য পদে মোঃ আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।