মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জালুয়াপাড়া ৭নং ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার, দোয়া ও আলোচনা সভায় কিশোরগন্জ -১(কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৭ মার্চ শুক্রবার কিশোরগন্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া খন্দকার শফিকুল হুদা (কে এস হুদা)স্কুলে মাঠে জামায়াতে ইসলামী ৭ নং ওয়ার্ড শাখার সভাপতি ইমদাদ হোসেন খাঁনের সভাপতিত্বে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগন্জ -১(কিশোরগঞ্জ সদর -হোসেন পুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগন্জ সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা নুর উদ্দিন, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা ইউনিট সদস্য এ,কে,এম নুরুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল ওয়াহাব প্রমুখ।এছাড়াও চৌদ্দশত ইউনিয়ন কর্মপরিষদের সদস্য জুনাইদ সাকী,আঃ খালেক,মোঃ দুলাল মিয়া,জালুয়াপাড়া গ্রাম কমিটির সভাপতি খন্দকার বেলালসহ জামায়াতে ইসলামীর চৌদ্দশত ইউনিয়নে সকল অংগ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।