আবু হানিফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
"অধিকার, সমতা ,ক্ষমতা নারী কন্যা উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ।
আজ শনিবার (৮ মার্চ) বেলা১২ টায় ৩০ মিনিটে দিকে পাকুন্দিয়া পৌর সভায় সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাকুন্দিয়া পৌর পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে পাকুন্দিয়া পৌর সভায় প্রশাসন মোঃ মামুন সরকার,পাকুন্দিয়া উপজেলা সহকারী (ভূমি) সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহজাহান, পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দৌওলত হোসন,অনুষ্ঠান উপস্থাপন করেন পৌর নিবাহী কমকর্তা মোঃ সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন ওয়াডের মহিলা সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্যসহ বেসরকারি সংগঠন ও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।