আবু হানিফ,পাকুন্দিয়া প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারে বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (৯ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া পৌরবাজার ও মিজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। বাজার মনিটরিং কার্যক্রমের সময় হাট-বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য, গায়ের দামের চেয়ে বেশি দাম রাখায় ও দুধের মান নির্ণয় করেন। ২জনেক মামলা দেন এবং দুই জন কে ২০০০ হাজার টাকা জরিমানা করেন। , ভূক্ত অধিকার সংরক্ষন আইন ২০০৯ ধারা জরিমানা করা হয়।
তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ায়, তা কঠোরভাবে নজরদারি করা হবে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর লুৎফুন নাহার, , পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ ও উপজেলা ভূমি অফিসের নাজির মো.মাহবুব ইসলাম প্রমুখ।
পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মামুন সরকার বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই বাজার মনিটরিং কার্যক্রম। রমজান মাসজুড়ে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবু হানিফ পাকুন্দিয়া
০১৭৪৫০৮৭০৭৭