সাহারিয়া, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি ইব্রাহিমকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৫ মার্চ) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জয়নগর মাযাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সন্ধ্যায় নারায়ণগঞ্জ র্যাব-১১ ব্যাটেলিয়ন সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় চকলেট দেওয়ার কথা বলে দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম। পরে স্থানীয়রা জানতে পেরে তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া,তানসেন ও পলিনসহ কয়েকজন মিলে ৫ হাজার টাকা ঘটনাটি মীমাংসার চেষ্টা চালায়। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে রুবেল ভূঁইয়াসহ কয়েকজন মিলে ইব্রাহিমকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে শুক্রবার ওই শিশুর বাবা ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।