মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া হোসেন্দি ইউনিয়ন পরিষদের অফিসে তালা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী রাজিব হোসেন বাবুর বিরুদ্ধে। মঙ্গলবার ১৮ মার্চ দুপুরে হোসেন্দী ইউনিয়ন পরিষদে অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায় গতকাল ১৭ মার্চ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভিজিএফের চালের কথা জিজ্ঞেস করতেই যুবদল নেতার ওপর চড়াও হয়েছেন চেয়ারম্যান। ওই যুবদল নেতার দিকে তার লাঠি হাতে তেড়ে আসা একটি ভিডিও সামাজি যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এই ঘটনার পর মঙ্গলবার ১৮ মার্চ সকালে হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদী,ইউপি সদস্যদের কে নিয়ে পরিষদের কার্যক্রম চলাকালীন যুবদল নেতা বাবু এসে মেম্বার ও চেয়ারম্যানকে পরিষদ থেকে বের করে তালা মারার চেষ্টা করলে ইউপি সদস্যগণ বাঁধা দেয় ও বাবুকে পরিষদ থেকে বের করে দেয়।
ঘটনাস্থলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিছুক্ষণ পর পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন পরিষদের কার্যালয়ে এসে রাজিব হোসেন বাবু ও ইউপি সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তালা দেওয়ার ঘটনা সত্য বলে দোষ স্বীকার করেন এই যুবদল নেতা। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুকে ইউনিয়ন পরিষদের আশেপাশের না আসার জন্য নিষেধ করেন।
উল্লেখ্য গতকাল ১৭ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেন্দী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সেখানে ওই চাল বিতরণ নিয়ে চেয়ারম্যান হাদী ও যুবদল নেতা বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়।
যুবদল নেতাকে মারতে লাঠি হাতে তেড়ে এলেন চেয়ারম্যান, ৫৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, হোসেন্দী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী রাজিব হোসেন বাবু ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদীর কাছে জানতে চান, ‘কাকা, ১৬৮০টি কার্ড আপনি কাকে দিয়েছেন?’ তখন চেয়ারম্যান হাদী বলেন, ‘তোমার কাছে বলা লাগবে?’ তখন যুবদল নেতা বলে, ‘আমার কাছে বললে সমস্যা কী? এসময় চেয়ারম্যান হাদীকে রাগান্বিত হতে দেখা যায়।