মোঃ ওয়াহিদ কিশোরগঞ্জ প্রতিনিধি
বিভাগীয় প্রকৌশলী / ২ ,ঢাকা মোঃ আহসান হাবিবের বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করায় মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল কিশোরগঞ্জ এলাকার কর্মচারীরা। মঙ্গলবার (১৮ মার্চ) বুধবার বিকাল ৪টায় কিশোরগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধন রেলওয়ে প্রকৌশল বিভাগের কিশোরগঞ্জের কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আবু হাসেম , মাসুমা আক্তার রঞ্জিত রঞ্জন ঘোষ সহ আরো অনেকে
এ সময় বক্তারা বলেন, আহসান হাবিব একজন ভালো মানুষ। তিনি প্রকৌশলী বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আন্তরিক। একটি কুচক্রী মহলের ইন্দনে একজন ভালো প্রকৌশলীকে মিথ্যা বানোয়াট নিউজের মাধ্যমে মানহানির চেষ্টা করা হয়েছে। এসময় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সমকাল পত্রিকা যদি মিথ্যা বানোয়াট নিউজ প্রত্যাহার সহ ক্ষমা প্রার্থনা না করে প্রকৌশলী বিভাগের সারা কর্মকর্তা কর্মচারীরা একত্রে হয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিবে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি সঠিক সমাধান না আসে তাহলে কঠোর আন্দোলনে যাবে বলে জানান বক্তারা। আরো বলেন এই অপবাদ শুধু মোঃ আহসান হাবিবের একা নয় সাড়া বাংলাদেশ রেলওয়ে কর্মচারীদের । এবং সুস্থ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রেল ও রেল কর্মচারীরা ।