বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে গতকাল গাইবান্ধায় বিএনপির ডাকে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে বৃষ্টির মধ্যে গাইবান্ধা জেলার সাত উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে গাইবান্ধা জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে জড়ো হয়। পরে জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক বিষয়ক সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী বিএনপির কেন্দ্রিয় নেতা মীর সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) জাতীয় নির্বাহী বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুন্নবী টিটুল প্রমুখ ।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সেই সঙ্গে শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেন।