নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বলিয়াদী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইন্জিনিয়ার জাহান মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলী, তিনি বলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে বৈষম্য বৃদ্ধি পেয়েছে,কোরআনের শাসন না থাকার কারণে বাংলাদেশ বারবার প্রতারিত হয়েছে,কোরআন দিয়ে যদি জীবন পরিচালিত হয় জীবন হবে সুন্দর জীবনে অগ্রগতি হবে,কোরআন হচ্ছে হেদায়েত সত্য মিথ্যা পার্থক্যকারী,এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে আসিয়া কে ধর্ষিতা হতে হয়েছে সৎ লোকের শাসন না থাকার কারণে এই দেশের মানুষ পিছিয়ে পড়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল আলম সেলিম,সহকারী সেক্রেটারী কিশোরগঞ্জ জেলা,ডাঃমোঃইয়াকুত আলী,আমীর বাজিতপুর উপজেলা,আবু তাহের মাষ্টার,সাবেক আমীর,
মাওলানা রশিদ আহম্মেদ,নির্বাহী সদস্য খেলাফত মজলিস,কিশোর গন্জ জেলা শাখা। মাওলানা ওয়াছিউল উদ্দিন,সভাপতি ইসলামী যুব আন্দোলন,বাজিতপুর উপজেলা শাখা ডাঃনুরুজ্জামান,কর্মপরিষদ সদস্য,নারায়ণগঞ্জ মহানগর শিবির নেতা রিফাত ইসলাম,কাজী আব্দুল কাইয়ুম,গাজিরচর ইউনিয়ন সভাপতি,সাবেক শিবির সভাপতি রফিকুল ইসলাম,জুবায়ের আহাম্মদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনা করেন ডাঃহারিস খান সেক্রেটারী বলিয়াদী ইউনিয়ন শাখা।