নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম অনেকদিন যাবত অসুস্থ সেই খবর পেয়ে তার খোঁজখবর নেওয়ার জন্য আজ ২৫/০৩/২৫ইং রোজ মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকায় তার বাড়িতে উপস্থিত হন বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরাশিদ বিন এনাম। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমের খোঁজখবর নেন এবং তার পাশে কিছু সময় অবস্থান করেন। তার কোন সমস্যা আছে কিনা জানতে চান এবং তার দীর্ঘায়ু ও নেক হায়াৎ কামনা করেন।সখিনা বেগমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।এসময় নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সখিনা বেগমের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম।
সখিনা বেগম হাওরের দূষিত নিকলী উপজেলার গুরুই গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম সোনাফর মিয়া মায়ের নাম দুঃখী বিবি।সখিনা নিঃসন্তান মুক্তিযুদ্ধের আগেই তার স্বামী মারা যান তার স্বামীর নাম কিতাব আলী।বর্তমান তার বয়স ৯২ বছর নিকলীর গুরু এলাকায় সখিনা বেগমকে দেখভাল করার কেউ না থাকায় তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়মাই পাড়া এলাকায় থাকেন।সেখানে তাকে দেখভাল করেন সখিনা বেগম এর ভাগনি ফাইরুন্নেছা আক্তার।